'স্বাস্থ্যসাথী' কার্ডে রোগী ফিরিয়ে দিলে হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার নোদাখালিতে সাংবাদিক সম্মেলন থেকে ডায়মণ্ড হারবারের সাংসদ জানান, যারা ক্যাশলেস নয় বলে স্বাস্থ্যসাথী কার্ড ফিরিয়ে দিচ্ছে, তাদের লাইসেন্স বাতিল করা হবে। এর পাশাপাশি, এই অব্যবস্থা বন্ধের জন্য প্রশাসনকে আরও তৎপর হওয়ার অনুরোধ করেন অভিষেক।
শুধু তাই নয়, আগামী বছরের মধ্যেই নিজের সাংসদীয় এলাকার প্রতিটি প্রান্তে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচিতে জানানো দ্রুত সমস্যার নির্দেশ দেন অভিষেক।
আরও পড়ুন- Eamin Hauqe Bobby: নিউমোনিয়ায় আক্রান্ত ইয়ামিন হক ববি, শুটিং চলাকালীন অসুস্থ বাংলাদেশের এই নায়িকা
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্বাস্থ্যসাথী নিয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন। কিছু কিছু হাসপাতালে স্বাস্থ্যসাথী নিয়ে অবহেলার অভিযোগ পান মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি নির্দেশ দিয়েছিলেন, প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হবে।