রাজ্যের আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগে এবার এফআইআরের সুপারিশ করেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। সদ্য রাজ্যে এসে গ্রাম ঘুরে দেখে তাঁরা অধিকাংশ জেলায় গরমিলের হদিশ পেয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় আধিকারিকরা। এই দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে করে দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কেন্দ্র। এমনকি, তাঁরা ফের কয়েকটি জেলার প্রকল্পের পরিস্থিতি খতিয়ে দেখতে আসতে পারে বলেই খবর। ফলে পঞ্চায়েত ভোটের আগে সবমিলিয়ে বেশকিছুটা সমস্যায় পড়েছে রাজ্য সরকার।
কেন্দ্রীয় পর্যবেক্ষকদের মতে, পশ্চিমবঙ্গের ১০টির মধ্যে ৭টি জেলাতেই মিলেছে দুর্নীতির প্রমাণ। অনেকক্ষেত্রে বাড়িতে ‘বাংলা আবাস যোজনা’ লেখা। এমনকি, কোথাও কোথাও প্রকল্পের লোগোও ঠিকভাবে লাগানো নেই বলে অভিযোগ। শুধু তাই নয়, অন্যের জমি দখল করে রেখেও দখলদারদের নামেই বাড়ি মিলেছে বলেও প্রমাণ মিলেছে বলেই দাবি কেন্দ্রের। কোথাও কোথাও সংশ্লিষ্টরাই আবাসের উপভোক্তা। এছাড়া ভুল ব্যাঙ্ক অ্যাকাউন্ট নথিবদ্ধ করার অভিযোগও উঠেছে বেশ কিছু জায়গায়।
আরও পড়ুন- Adenovirus : আতঙ্ক নয়, অ্যাডিনো ভাইরাসে কী কী সতর্কতা মেনে চলবেন ? নির্দেশিকা স্বাস্থ্যভবনের
এরপরই কেন্দ্রের তরফে রাজ্যকে বেশ কয়েকটি বিষয় জানানো হয়েছে। প্রথমত, গরমিলে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর সহ সংশ্লিষ্ট বিডিও এবং সুপারভাইজারদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ। এই পদক্ষেপ নিতে দেরি হলে তার কারণ দর্শাতে নির্দেশ সংশ্লিষ্ট জেলা-আধিকারিকদের। বিষয়টি সরাসরি মুখ্যসচিবকে দেখতে অনুরোধ জানিয়ে আগামী ১০ মার্চের মধ্যে মন্ত্রকে রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে।