মুকুল রায় অসুস্থ (Mukul Roy Hospitalized) । বেশ কয়েকদিন ধরে অসুস্থতার কারণে তাঁকে সক্রিয় রাজনীতিতে সেভাবে দেখা যায় না । এবার অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ককে । এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে ।
জানা গিয়েছে, শুক্রবার স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন মুকুল রায় (Mukul Roy) । বাড়িও ফিরে আসেন । এরপর শারীরিক সমস্যা বাড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয় । রবিবার রাতে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছে । হাসপাতাল সূত্রে খবর, মুকুল রায়ের স্নায়ুজনিত সমস্যা রয়েছে ।
আরও পড়ুন, Governor on Nisith Pramanik: নিশীথ প্রামাণিক নিয়ে বাড়ছে রাজনৈতিক তরজা, এবার বার্তা দিল রাজভবন
২০১৫ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, তারপর ২০২১ সালে ঘাসফুল শিবিরে কামব্যাক হয়েছিল মুকুল রায়ের । কিন্তু, তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁর অসংলগ্ন মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল রাজনীতিতে । তখন দলের তরফে দাবি করা হয় মুকুল রায় অসুস্থ । জানা গিয়েছে, ২০২১ সালে স্ত্রী মারা যাওয়ার পরই মানসিকভাবে ভেঙে পড়েন মুকুল রায় । শরীরও কিছুটা ভেঙে পড়ে। সেইসময় থেকেই তাঁর কথায় কিছুটা অসংলগ্নতা লক্ষ্য করা যাচ্ছিল, এমনটাই দাবি তাঁর ঘনিষ্ঠদের।