মুকুল রায় (Mukul Roy) কোন দলে আছেন, তা নিয়ে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। সেই মামলার রায় দিলেন বিধানসভার অধ্যক্ষ ৷ তিনি জানিয়ে দিলেন, মুকুল বিজেপিরই (BJP) বিধায়ক। তাই তাঁর বিধায়ক পদ খারিজ হবে না।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে
স্পিকারের কথায়, ‘‘দলত্যাগ বিরোধী আইনের আওতায় মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের যে আবেদন করা হয়েছে, তার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ ছিল না। তা নজরে রেখেই ওই আবেদন খারিজ করা হল। মুকুল রায় বর্তমানে বিজেপি-তেই আছেন। তাঁর বিধায়ক পদ খারিজ করা হচ্ছে না।’’
আরও পড়ুন: Mamata Banerjee: টুইটারে মমতাকে আনফলো করল আইপ্যাক, বিচ্ছেদ অবশ্যসম্ভাবী?
গত বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর থেকে জয়ী হন মুকুল। তারপর তৃণমূলে যোগ দেন। যদিও খাতায় কলমে তিনি বিজেপিরই এমএলএ।