বাড়ি থেকে নিখোঁজ রাজ্যের বিধায়ক এবং বর্ষীয়ান রাজনীতিক মুকুল রায়। এমনটাই দাবি তাঁর ছেলে ও রাজ্যের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের। ইতিমধ্যেই বীজপুর এবং এয়ারপোর্ট থানায় এই ব্যাপারে অভিযোগ দায়ের করা হয়েছে। শুভ্রাংশুর অভিযোগ, বিকেলে বাড়িতে এসে দুটি ছেলে তাঁর বাবাকে নিয়ে বেরিয়ে গিয়েছে। কোথায় নিয়ে গিয়েছে, তাঁরা এখনও জানেন না। শুভ্রাংশুর এই অভিযোগে ইঙ্গিত রয়েছে বিধায়ক মুকুল রায়কে অপহরণ করার।
তবে রাজনৈতিক মহলের জল্পনা, ফের বিজেপিতে যোগ দিতেই দিল্লি গিয়েছেন মুকুল রায়। তাঁর এই চলে যাওয়াকে পরিকল্পিত বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। যদিও এই ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি বীজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের। তিনি জানিয়েছেন, বাবা নিখোঁজের ঘটনায় পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে।
ডিমনেশিয়ায় আক্রান্ত মুকুল রায় সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এই রোগের কারণে স্মৃতিশক্তিও তাঁর দুর্বল হয়ে গিয়েছে। তাঁর মস্তিকে চিপ বসানো হয়েছে বলেই কৃষ্ণনগর উত্তরের বিধায়কের ঘনিষ্ঠ মহল থেকে দাবি করা হয়েছিল। এরমধ্যে তাঁর অন্তর্ধান রহস্যে নয়া তোলপাড় শুরু রাজ্য রাজনীতিতে।