বেশকিছু দিন ধরেই স্নায়বিক সমস্যায় ভুগছিলেন প্রবীন নেতা মুকুল রায়। ২১ এর নির্বাচনের পর থেকেই অসুস্থ তিনি। দুসপ্তাহ আগে গুরুতর অসুস্থ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এবার মস্তিকে অস্ত্রোপচার হল মুকুল রায়ের৷ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তাঁর অপারেশন হয়৷ চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর, মুকুল রায়ের মস্তিস্কে বসানো হয়েছে একটি চিপ।
Soma Chakraborty: কথা রাখলেন সোমা, কুন্তলের টাকা ফেরানোর পর কী বললেন তিনি?
উল্লেখ্য, ২০১৫ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ, তারপর ২০২১ সালে ঘাসফুল শিবিরে কামব্যাক হয়েছিল মুকুল রায়ের । কিন্তু, তৃণমূলে যোগ দেওয়ার পর তাঁর অসংলগ্ন মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল রাজনীতিতে । তখন দলের তরফে দাবি করা হয় মুকুল রায় অসুস্থ । জানা গিয়েছে, ২০২১ সালে স্ত্রী মারা যাওয়ার পরই মানসিকভাবে ভেঙে পড়েন মুকুল রায় । শরীরও কিছুটা ভেঙে পড়ে। সেইসময় থেকেই তাঁর কথায় কিছুটা অসংলগ্নতা লক্ষ্য করা যাচ্ছিল, এমনটাই দাবি তাঁর ঘনিষ্ঠদের।