রাজ্যের (West Bengal) চারটি পুরসভায় শুরু হয়ে গিয়েছে ভোটগ্রহণ। তবে সকাল থেকেই শুরু হয়েছে বিক্ষিপ্ত অশান্তি। একাধিক জায়গায় শাসকদল তৃণমূলের (TMC) গা-জোয়ারি করার অভিযোগ এনেছে বিরোধী বিজেপি (BJP) এবং বামেরা (CPM)। এলাকায়,এলাকায় রুট মার্চ করছে পুলিশ।
আরও পড়ুন:
বুথের বাইরে সকাল থেকেই রয়েছে লম্বা লাইন। শিলিগুড়িতে শীতের আমেজ থাকলেও ভোটারদের উৎসাহ যথেষ্ট। প্রায় একই ছবি চন্দননগর এবং আসানসোলে। বিধাননগরের যে অংশ সল্টলেকে, সেখানে ভিড় কিছুটা কম থাকলেও অন্যত্র লম্বা লাইন।