বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রী'র। এই সন্দেহে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্ত্রীকে কোপালো স্বামী। তারপর নিজেও বাড়ির বাগানে ঝুলে পড়লো গলায় দড়ি দিয়ে। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত ফকিরবাদ এলাকায়। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা করে নুরবুল শেখ। এরপর আত্মঘাতী হয় নিজেও। সে ভেবেছিল তার স্ত্রী'র মৃত্যু হয়েছে। যদিও কোনওমতে প্রাণে বেঁচে যান আহত স্ত্রী। আপাতত তিনি চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে সন্দেহে অশান্তি করতেন নুরুবুল। তা নিয়ে দু’জনের মধ্যে একাধিকবার ঝামেলা ও ঝগড়ার আওয়াজও শুনেছিলেন প্রতিবেশীরা।
অভিযোগ, এরপর বুধবার ভোরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালায় সে। এরপর বাড়ির পাশের একটি কাঁঠাল বাগানের গাছের গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়।