কলকাতা থেকে জেলা। বৃহস্পতিবার সন্ধ্যার আকাশে আচমকা অদ্ভুত আলো। আর তা নিয়েই রহস্য তৈরি হয়েছে। কীসের আলো, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল তৈরি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা বেজে ৫০ মিনিট থেকে ৬টার মধ্যে আকাশের পূর্ব দিকে এই আলো দেখছে পেয়েছেন অনেকেই। মিনিট খানেক ওই আলো স্থির ছিল। দেখতে অনেকটা সার্চলাইটের মতো। আলোটিকে নির্দিষ্ট গতিপথে ছুটতেও দেখা গিয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
জানা গিয়েছে, কলকাতা, বাঁকুড়া, বিষ্ণুপুর, বীরভূম, মুর্শিদাবাদেও এই রহস্যময় আলো দেখা গিয়েছে। আকাশের এক কোনে সার্চলাইটের মতো এই আলো। কীভাবে এই আলো এল, তা নিয়েই প্রশ্ন রাজ্যের সাধারণ মানুষের।