গাফিলতি কার ? বিজয়া দশমীর রাতে প্রতিমা ভাসানের সময় ডুয়ার্সের মাল নদীর ঘটনা নিয়ে এবার রিপোর্ট তলব করল নবান্ন। ইতিমধ্য়েই এই ঘটনায় জেলা পুলিশ দাবি করেছে, তাদের কোনও গাফিলতি ছিল না। নদীর ঘাটে কড়া নিরাপত্তাই ছিল। এরপরেও কেন এমন ঘটনা ঘটল, তা এবার জানতে চাইল রাজ্য প্রশাসনের সদর দফতর। একইসঙ্গে মালের ছায়া যাতে আর কারুর উপর না পড়ে সেকারণে এদিনই এক কড়া নির্দেশিকাও জারি করা হয়েছে।
শুক্রবার জেলায় হবে কার্নিভ্যাল। জেলার প্রতিটি পুজো কমিটিকে এই নির্দেশিকা মানতে হবে। এদিন প্রতিটি জেলার আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মূলত যে জেলাগুলিতে হড়পা বাণের প্রবনতা আছে, সেই সব জেলার আধিকারিকদের অতিরিক্ত নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে নির্দেশ দুর্ঘটনা প্রবণ জেলার ঘাটগুলিতে হাজির হতে হবে জেলাশাসকদেরও।
মালের ঘটনায় ইতিমধ্য়ে নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের পরিবারকে ৫০ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।