প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেনিয়ম আটকাতে এবার আরও কড়া নবান্ন। যে সব জেলায় অশান্তি চলছে, সঙ্গে সঙ্গে জেলাশাসকদের সেখানে যেতে হবে। কোনও অশান্তির খবর পেলে, নবান্নকেও জানাতে হবে জেলাশাসকদের। বুধবার এই নিয়ে ফের সতর্ক বার্তা মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদির।
আবাস যোজনা নিয়ে প্রথম দফায় সমীক্ষা করেছে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীরা। সেই তালিকা খতিয়ে দেখবে বিডিও অফিস। নবান্ন জানিয়েছে, সমীক্ষকদের নিরাপত্তাও দিতে হবে। পুলিশও রাখা হতে পারে তাঁদের সঙ্গে। কোনও ভাবেই অযোগ্য উপভোক্তার নাম যাতে তালিকায় না থাকে। যে গ্রামে ১৫ শতাংশ বা তার কম উপভোক্তার নাম বাদ পড়েছে, সেই এলাকায় সমীক্ষার নির্দেশ দিয়েছে নবান্ন। নবান্ন মোট ১৫ দফা শর্ত রেখেছে। এই শর্তপূরণ হলে আবাস যোজনার সুবিধা পাবেন না উপভোক্তারা। সতর্কতা সত্ত্বেও কোনও অযোগ্য নাম তালিকায় ঢুকে পড়ল কিনা, তার দিকে কড়া নজর রাখা হবে। জেলাশাসক স্তরেও যাচাই হবে।
আরও পড়ুন: ভারতে জরায়ু ক্যানসারের টিকাকরণ,আগামী বছর ৯-১৪ বছরের মেয়েদের টিকা দেওয়ার পরিকল্পনা
আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি জেলায় গণ্ডগোল হচ্ছে। যার মধ্যে আছে মালদহ, মুর্শিদাবাদ, দক্ষিণ ২৪ পরগনা, কোচবিহার, হুগলি, উত্তর ২৪ পরগনা। বিক্ষোভও চলছে বেশ কিছু এলাকায়। যেখানে এই ধরনের বিক্ষোভ চলছে, সেখানে জেলাশাসকদের যেতে নির্দেশ নবান্নের। এই প্রকল্প ঘিরে আইনশৃঙ্খলার কোনও অবনতি যাতে না হয়, তার কড়া নির্দেশ দিয়েছে নবান্ন।