সিজার করতে গিয়ে বাদ পড়ল অঙ্গ। চিকিৎসার ভুলেই প্রসূতির মৃত্যুর অভিযোগ। শিশু জন্মাবার পরেই মায়ের মৃত্যু। চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল নবদ্বীপের এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।
মৃত ওই মহিলার নাম দীপা মিশ্র। বয়স ২২ বছর। ঘটনার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকের গ্রেফতারের দাবিতে উত্তাল এলাকা। হাসপাতালের সামনে মৃতার পরিজনদের বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ।
গত ১ অক্টোবর নবদ্বীপের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দীপাকে। পরের দিন পুত্র সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু ক্রমেই তাঁর শারীরিক অবস্থান অবনতি হতে শুরু করে। এরপর রানাঘাটের অন্য এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ৩ অক্টোবর ভোর ৪ টে নাগাদ মৃত্যু হয়।
আরও পড়ুন - ফুঁসছে তিস্তা, জলের তোড়ে ভেসে এল সেনা কর্মীর পোশাক, ব্যাগ
রানাঘাটের হাসপাতাল থেকে জানানো হয়, সিজার করার সময় দীপার কোনও অঙ্গ কেটে বাদ পড়েছে। সেই কারণেই তাঁর মৃত্যু হয়। এরপরেই মৃতার পরিবার ওই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ করে।