সার্ভিস রিভলভারের গুলিতে মর্মান্তিক মৃত্যু বিএসএফ জওয়ানের। জানা গিয়েছে, রবিবার সকালে কর্মরত অবস্থায় গুলি চালিয়ে আত্মঘাতী হন ওই জওয়ান। মৃত বিএসএফ কর্মীর নাম কৌশিক বিশ্বাস। বাড়ি নদিয়ার চাকদহের ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়া এলাকায়। সদ্য বিহার থেকে অসমে পোস্টিং পান তিনি।
রবিবার সকালে চাকদায় কৌশিকের প্রতিবেশীর বাড়ির টেলিফোনে তাঁর মৃত্যুর খবর আসে। খবর পাওয়ার পরই ভেঙে পড়েছে পরিবার। জানা গিয়েছে, দেড় বছর আগে ওই জওয়ানের বিয়ে হয়। একটি পুত্র সন্তানও আছে তাঁর। স্ত্রীর নাম অমৃতা বিশ্বাস। কৌশিকের বাবা পেশায় কৃষিজীবী। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। কী কারণে সার্ভিস রিভলভারের গুলি চালিয়ে আত্মঘাতী, তা জানা যায়নি।
আরও পড়ুন: কোজাগরীর আরাধনায় মন্ত্রী শোভনদেব, পার্টি অফিসের পুজোয় নিজেই পুরোহিত মদন মিত্র
পরিবারের অভিযোগ, কৌশিকের বন্ধু জয়ন্ত মণ্ডল কয়েক লক্ষ টাকা তাঁর কাছে হাতিয়ে নেয়। এই নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। মৃত্যুর কারণ নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।