নৈহাটি-ব্যান্ডেল লাইনে ফের ট্রেন চলাচল ব্যাহত। রেল সূত্রে খবর, শনিবার থেকে তিন দিনের জন্য রাতের বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে। এমনকি বেশ কিছু ট্রেন ঘুরপথে চালানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী শনি, রবি এবং সোমবার রাতে নৈহাটি জংশন-হালিশহর তৃতীয় লাইনে কাজের জন্য রাত সাড়ে ১১টা থেকে ভোর ৩টে পর্যন্ত আপ এবং ডাউন লাইনে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে। যার জেরে বাতিল করা হয়েছে নৈহাটি-ব্যান্ডেল আপ এবং ডাউন দুটি ট্রেনই। একইসঙ্গে নৈহাটির পরিবর্তে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেন। ট্রেনগুলির স্টপেজ দেওয়া হবে দক্ষিণেশ্বরে।
আরও পড়ুন - 'সরাসরি মুখ্যমন্ত্রী', ফোনে কীভাবে অভিযোগ জানাতে হবে. জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
কোন কোন ট্রেন ঘুরিয়ে দেওয়া হবে?
১১ তারিখ ডানকুনি দিয়ে যাবে জোগবানি-কলকাতা এক্সপ্রেস। জয়নগর-কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস ঘুরপথে যাবে ১২ তারিখ আর সীতামঢ়ী-কলকাতা মিথিলাঞ্চল এক্সপ্রেস ঘুরপথে যাবে ১৩ তারিখ। উপরোক্ত তিন দিন নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ তিস্তা তোর্সা এক্সপ্রেস এবং গোরখপুর জংশন-কলকাতা পূর্বাঞ্চল এক্সপ্রেসের গতিপথ নিয়ন্ত্রিত হবে হাওড়া ডিভিশনে।