Narayan Debnath Death: বাঙালি আজ শৈশবহারা। প্রয়াত হলেন প্রখ্যাত কার্টুনিস্ট (Cartoonist) নারায়ণ দেবনাথ (Narayan Debnath)। গত ২৫ দিন ধরে কলকাতার বেলভিউ নার্সিংহোমে ভর্তি ছিলেন তিনি, মঙ্গলবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। সকাল ১০.১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৭ বছর।
২০২১ সালে পদ্মশ্রী (Padmashree) সম্মানে ভূষিত হন হাঁদা ভোঁদা (Hada Voda), বাটুল দি গ্রেটের (Batul the Great) স্রষ্টা। গত সপ্তাহে হাসপাতালেই তাঁকে আনুষ্ঠানিক ভাবে সম্মান জানানো হয়, পরিবারের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।
গত কয়েকদিন ধরেই শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল কিংবদন্তি কার্টুনিস্টের। ভেন্টিলেশনেও সাড়া দিচ্ছিলেন না প্রবীণ শিল্পী।