বালিগঞ্জের বাম প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে এবার ভিডিও বার্তা দিলেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ(Naseeruddin Shah)। বালিগঞ্জ উপনির্বাচনে(Ballygaunge by election) বাম প্রার্থী তথা ভাইঝি সায়রা শাহ হালিমকে(Saira Shah Halim) জেতানোর আহ্বান কাকা নাসিরউদ্দিনের।
তবে ভিডিও বার্তার শুরুতেই তিনি স্পষ্ট দেন, রাজনৈতিক কর্মী হিসেবে নন, একজন ব্যক্তি মানুষ হিসেবেই তাঁর এই বার্তা। নাসিরুদ্দিন(Naseeruddin Shah) জানান, ‘‘সায়রা(Saira Shah Halim) যেহেতু আমার ভাইয়ের মেয়ে, তাই খুব ছোট থেকে আমি তাঁকে চিনি। বরাবরই সে সাহসী, সৎ এবং সংবেশনশীল মানুষ।’’ প্রসঙ্গক্রমে ভিডিও বার্তায় উঠে আসে সায়রার স্বামী তথা বাম নেতা ডঃ ফুয়াদ হালিমের(Fuad Halim) ডায়ালিসিস সেন্টারের কথা। নাসিরুদ্দিনের কথায়, ‘‘ওঁরা দু’জনে দরিদ্র মানুষের জন্য একটি ডায়লিসিস ক্লিনিক চালাচ্ছেন। সর্বদাই ওঁরা দরিদ্র এবং খেটে খাওয়া মানুষের পাশে।’’ রাজনৈতিক বিভাজন রুখে দিয়ে বাম প্রার্থীকে জয়যুক্ত করার বার্তা দেন তিনি।
আরও পড়ুন- Swasthya Sathi Card: স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্তেও বিনা চিকিৎসায় দুর্গাপুরের রোগীর মৃত্যু
এর আগেই বালিগঞ্জের বাম প্রার্থীর পক্ষে ভিডিও বার্তা দিয়েছেন প্রার্থীর কাকিমা তথা অভিনেত্রী রত্না পাঠক শাহ(Ratna Pathak Shah)। তাঁর বার্তাতেও উঠে আসে বিভাজনের রাজনীতির প্রসঙ্গ। তিনি আরও জানান, রাজনীতিতে নতুন মুখ সায়রাকে একবার সুযোগ দেওয়া উচিত বালিগঞ্জবাসীর।