অবশেষে সংশোধানগার থেকে ছাড়া পেলেন নওশাদ সিদ্দিকী। কাগজপত্রের সমস্যার জন্য তাঁকে অতিরিক্ত দু'দিন থাকতে হয়েছিল। অবশেষে, শনিবার সকাল ১১টা নাগাদ নওশাদ-সহ ২১ জন আইএসএফ নেতা-কর্মী-সমর্থককে প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে ছাড়া হল। সকাল থেকেই সংশোধনাগারের সামনে উপচে পড়ে মানুষের ভিড়। এরপর নওশাদ সংশোধনাগারের বাইরে বেরোতেই শুরু হয় স্লোগান দেওয়া। গলায় মালা পরিয়ে অভ্যর্থনা জানানো হয় ভাঙড়ের আইএসএফ বিধায়ককে। মুক্তি পাওয়ার পর, জেলের মান উন্নয়নের দাবিও তুলেছেন তিনি।
শুধু তাই নয়, তিনি যে অন্যান্য বাম নেতাদের মতোই গ্রেফতার হওয়া কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীর পাশে আছেন, সে কথাও স্পষ্ট করে দেন নওশাদ। শনিবার সকালে প্রেসিডেন্সি জেল চত্বর থেকে বেরোনোর সময় কৌস্তুভের গ্রেফতারির বিরোধিতা করে তিনি বলেন, ‘‘কৌস্তুভের পাশে আছি। লড়াই চলবে।’’