বাংলার মাটিতে পা রাখলেন নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকার মঙ্গলবার কলকাতা বিমানবন্দরে তাঁকে গার্ড অফ অনার দিয়ে শ্রদ্ধা জানায়। রাজ্যের নয়া অভিভাবককে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও বিমানবন্দরে হাজির ছিলেন মন্ত্রী শশী পাঁজা, রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং রাজ্যের ডিজিপি এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
বিমানবন্দর থেকে রাজ্যপাল গাড়িতে সোজা রাজভবন রওনা হন। সাড়ে ১০টা নাগাদ তাঁর গাড়ি প্রবেশ করে রাজভবনে। বুধবারই বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে শপথ নেওয়ার কথা সিভি আনন্দ বোসের। তাঁকে শপথবাক্য পাঠ করাবেন হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।
গত ১৭ নভেম্বর রাষ্ট্রপতি বিবৃতি জারি করে বাংলার নয়া স্থায়ী রাজ্যপাল হিসেবে সিভি আনন্দ বোসের নাম ঘোষণা করেন। জগদীপ ধনকড়ের মেয়াদ উত্তীর্ণের প্রায় ৫ মাস পর পঞ্চায়েত ভোটের আগেই নতুন রাজ্যপাল পেল বাংলা। আর দ্রৌপদী মুর্মুর সেই বিবৃতির ঠিক পাঁচ দিনের মাথায় দায়িত্ব নিতে কলকাতায় এসে পৌঁছলেন নয়া রাজ্যপাল।