আদৌ নাকি গণধর্ষণ (Gang Rape) হয়নি। পুরোটা বানানো গল্প। বাবার বকুনির হাত থেকে বাঁচতেই এই গল্প ফেঁদেছেন ওই নাবালিকা। নানুর কাণ্ডে (Nanur) উঠে এলে এমনই চাঞ্চল্যকর তথ্য। ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিতে গিয়ে এমনই জানায় ওই নাবালিকা।
রবিবার সকালেই বীরভূমের নানুরে এক নাবালিকা ছাত্রীকে চার যুবক মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। শনিবার বিকালে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মেলা দেখতে বেরিয়েছিল সে। এরপর সারারাত বাড়ি ফেরেনি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল বলে জানায় পরিবার। রবিবার সকালে সেই নাবালিকা বাড়ি ফিরে জানায়, বীরভূমের কীর্ণাহারে মেলা থেকে ফেরার সময় চার যুবক গ্যাস দিয়ে তাঁকে অজ্ঞান করে গণধর্ষণ করে। তার পোশাকে রক্তের দাগও ছিল বলে জানায় পরিবার। বাড়ি ফিরেই আত্মহত্যার চেষ্টা করে ওই ছাত্রী।
আরও পড়ুন: নিজাম প্যালেসেই স্বাস্থ্যপরীক্ষা পার্থর, মিলল না হাসপাতাল যাওয়ার অনুমতি
এরপরই গণধর্ষণের মামলা রুজু করা হয়। কিন্তু ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিতে স্বীকার করে ওই নাবালিকা। এক বন্ধুর বাড়িতে রাত কাটায় সে। জানা গিয়েছে, বাড়ি ফিরলে বকুনি খেতে হবে বুঝতে পেরে আগেভাগে এই গল্প ফাঁদে সে।