'জিহাদ' নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে নতুন করে জনস্বার্থ মামলা দায়ের হল। বুধবার হাইকোর্টে এই মামলা নিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। ওই মামলায় সিবিআই তদন্তের দাবিও তোলা হয়েছে।
বুধবার হাই কোর্টে এই জনস্বার্থ মামলা দায়ের করেন নবেন্দু কুমার বন্দ্যোপাধ্যায়। মামলাকারীর দাবি, তৃণমূল নেত্রী মমতার ওই জিহাদ মন্তব্যে যদি ২১ জুলাই কোনও অনভিপ্রেত ঘটনা ঘটে, তাহলে NIA-কে তদন্তভার দিতে হবে। ২১ জুলাই রাজ্য জুড়ে সিএপিএফ বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন করা হয়েছে।
প্রসঙ্গত, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "২১ জুলাই বিজেপির বিরুদ্ধে জিহাদ ঘোষণার দিন হবে।" এর আগে কলকাতা হাই কোর্টে এই একই ইস্যুতে আরও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সেই মামলা করেন নাজিয়া এলাহি মামলা করেছিলেন। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ সেই মামলার কপি মুখ্যমন্ত্রীকে পাঠাতে বলেছিল।