নতুন বছরের (New Year) প্রথম দিনেই ভিড়ে উপচে পড়ল তারাপীঠ (Tarapith)। কার্যত শিকেয় উঠল কোভিড সংক্রান্ত (Covid-19) বিধিনিষেধ। অভিযোগ, কোনও কার্যকরী ব্যবস্থা নেয়নি প্রশাসন।
আরও পড়ুন:Bakreshwar New Year 2022: নববর্ষে মানুষের ঢল নামল বক্রেশ্বরে, তোয়াক্কা নেই করোনা-বিধির
বছরে প্রথম দিনে, শনিবার সকাল থেকেই তারাপীঠে উপচে পড়া ভক্তদের ভিড়। মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। মা তারাকে পুজো দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে এসেছেন ভক্তরা।তীর্থক্ষেত্রের পাশাপাশি বর্তমানে তারাপীঠ পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হয়েছে। ফলে ভিড় আরও বেড়েছে।
ভিড় নিয়ন্ত্রণ করতে সব রকম ব্যবস্থা নিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া মন্দিরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু তাতে কিছু যায় আসছে না বাইরের ভিড়ের।