নিউটাউনে তৃণমূলের বিজয়া সম্মিলনী৷ কিন্তু সেখানে আমন্ত্রণ পেলেন না রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়। এই নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন দিলেন তিনি৷ এক সময়ে সিপিএমের দাপুটে নেতা ছিলেন তাপস। তাঁর ক্ষোভ, অন্য দল থেকে তৃণমূলে আসাতেই তাঁকে এত পরীক্ষা দিতে হচ্ছে! উল্লেখ্য, কয়েকদিন আগে একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তাপস। তিনি জানিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেপুটি মেয়র করেছেন, বিধায়ক করেছেন। কিন্তু ইদানিং দলের অন্দরে আলোচনা কমে গিয়ে। যে কমিটিগুলি তৈরি হয়, সেগুলিতে সবাই একসঙ্গে বসে আলাপ আলোচনা হয় না। ফল যা হওয়ার তাই হচ্ছে।
বিজয়া সম্মিলনীতে ডাক না পাওয়া নিয়ে তাপসবাবুর মন্তব্য,
নিউটাউনে কোনও অনুষ্ঠানেই তিনি থাকেন না। অন্য দল থেকে এসেছেন, তাই তাঁকে আরও কী কী পরীক্ষা দিতে হবে, তিনি জানেন না। তাপস বলেন, "আমি বোধ হয় চাকরের কাজের যোগ্য। আর কোনও কাজের যোগ্য নই।"
বাম আমলে তৎকালীন রাজারহাট গোপালপুর পুরসভার দাপুটে নেতা ছিলেন তাপস৷ এখন তাঁর বয়স ৬১ বছর। সম্প্রতি তাঁর খেদ, দলনেত্রীর কাছে পৌঁছতে পারছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ধরাছোঁয়ার বাইরে। এক বছর ধরে দেখা করতে চেয়েও সুযোগ মিলছে না। তাপসের আশঙ্কা, অভিষেককে 'মিসগাইড' করা হচ্ছে।
Kali Puja weather: কালী পুজোয় কি সত্যিই সাইক্লোনের সম্ভাবনা? কী জানাল আবহাওয়া দফতর?
তাপস আরও বলেন, যদি মমতা মনে করেন তিনি অযোগ্য, তাহলে নিজে গিয়ে পদত্যাগপত্র দিয়ে আসবেন। দলের প্রার্থীর হয়ে প্রচার করবেন৷ কিন্তু ইদানিং দলের অন্দরেই অবহেলিত তিনি।