মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্য়েই মা সারদাকে খুঁজে পেয়েছিলেন তৃণমূল বিধায়ক নির্মল মাজি (Nirmal Maji), এবার মুখ্যমন্ত্রীকে মেসি-মারাদোনা-পেলের সঙ্গে তুলনা করলেন তিনি। তৃণমূল বিধায়কের কথায় পঞ্চায়েত ভোট তাঁদের সেমি ফাইনাল। ২০২৪ এর লোকসভা ফাইনাল। মমতা বন্দ্যোপাধ্যায়কে মেসি-মারাদোনা-পেলের সঙ্গে তুলনা করে নির্মল মাজি জানান ৪২ আসনে ‘দিদি’কে জিতিয়ে প্রধানমন্ত্রী করতে হবে। পাশাপাশি সমস্ত ডাক্তার বন্ধুদের পঞ্চায়েত ভোটার প্রচারে সামিল হওয়ার ডাক দিয়েছেন তিনি।
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আম জনতার কাছে পৌঁছে দিতে চিকিৎসক বন্ধুদের সাহায্য চেয়েছেন তিনি। উলুবেড়িয়া উত্তরের বিধায়কের কথায়, “যতই কুৎসা, অপপ্রচার হোক, রাজ্য সরকারের ইতিবাচক কাজগুলি তুলে ধরুন। তাহলেই পঞ্চায়েত ভোটে বিপুলভাবে তৃণমূল জয়লাভ করবে।’’
Kurmi Protest : জঙ্গলমহলে কুড়মিদের আন্দোলনের জের, রবি-সোম মিলিয়ে বাতিল ১৮৮টি ট্রেন
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনে তাঁর অন্যতম সঙ্গী হলেন এই নির্মল মাজি (Nirmal Maji)। তবে একাধিক অভিযোগের জেরে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হয়। কিন্তু দল তথা দলনেত্রীর প্রতি তাঁর কর্তব্য, নিষ্ঠা এতটুকু যে ক্ষুণ্ণ হয়নি, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট করেছেন নির্মল।