কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলা ও সংঘর্ষের ঘটনায় ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও।
শনিবার রাতে সাহেবগঞ্জ থানায় সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ। অন্যদিকে, এই হামলার ঘটনাক্র 'লজ্জাজনক' বলে টুইটে সোচ্চার হয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক।
শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়ি লক্ষ করে ইট-বোমা মারার অভিযোগ ওঠে। জানা গিয়েছে, কোচবিহারের বুড়িরহাট এলাকার মন্ত্রীর কনভয়ে পৌঁছলে তৃণমূল কর্মীরা তাঁকে কালো পতাকা দেখান।
আরও পড়ুন - রান্না করা খাবারে 'নিষেধাজ্ঞা', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে দেওয়া হবে ড্রাই ফুড
এরপর উপস্থিত থাকা বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা এবং হাতাহাতি শুরু হয়। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ।