বইমেলার মঞ্চে হিন্দি গানে নাচ করার জন্য স্টেজ থেকে নামিয়ে দেওয়া হল শিল্পীকে। পরিষ্কারভাবে আয়োজকদের তরফে জানিয়ে দেওয়া হল, অনুষ্ঠানে কোনও হিন্দি গান চলবে না। আগামী পাঁচ দিন অনুষ্ঠান রয়েছে। শিল্পী চাইলে ফের অনুষ্ঠান অংশগ্রহণ করতে পারে। তবে, হিন্দি নয় বাংলা গানে পারফর্ম করতে হবে তাকে। এই ঘটনার জেরে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলায়। সেখানে বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে একজন শিল্পী বলিউডের গানে নাচ করছিল। কিন্তু সেই মেলায় শুধুমাত্র বাংলা গানের নাচই চলবে। এই অজুহাতে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয় তাকে।
এক ব্যক্তি গোটা ভিডিও পোস্ট করে লেখেন, হিন্দি গানে নাচ করার কারণে শিল্পীকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হল। হিন্দি দাসত্বের বিরুদ্ধে গর্জে উঠল জলপাইগুড়ি বইমেলা কর্তৃপক্ষ। এটাই বাঙালিদের জয়। যা দেখে নেটিজনদের একাংশ গর্জে উঠেছেন। কেউ বলেছেন, ইংরেজরা ২০০ বছর অত্যাচার করার পরেও কথায় কথায় ইংরেজি বলতে কোনও সমস্যা নেই। কিন্তু হিন্দি ভাষা নিয়ে এত সমস্যা কেন?
আরও পড়ুন - যাত্রীসাথীর পর এবার বাইক অ্য়াপ চালুর ভাবনা রাজ্যের, কম খরচে মিলবে পরিষেবা
অনেকে আবার লিখেছেন, শিল্পের কোনও ভাষা হয় না। হিন্দি হোক কিংবা বাংলা। তাহলে বইমেলায় ইংরেজি বই বিক্রি বন্ধ করে দিতে হয়। সবকিছু সমানভাবে এগিয়ে চললে তবেই সংস্কৃতি এগোবে।