সোমবার মনোনয়নপত্র জমা দিলেন বিধাননগর(Bidhan Nagar) পুরভোটে তৃণমূলের(TMC) ‘মুখ’ সব্যসাচী দত্ত। এবারের ভোটে তিনি ৩১ নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কিন্তু সব্যসাচীর মনোনয়ন জমা দেওয়ার দিনেই বিতর্কে জড়াল প্রশাসন। বিধাননগরে(Bidhan Nagar) মনোনয়ন জমার শেষদিনে বিজেপির(BJP) অভিযোগ, নমিনেশন জমা দেওয়ার ক্ষেত্রে তৃণমূল(TMC) প্রার্থীদের আগে সুযোগ দেওয়া হচ্ছে। দীর্ঘক্ষণ ধরে বিধাননগর(Bidhan Nagar) প্রশাসনিক ভবনের সামনে অপেক্ষা করলেও বিজেপি(BJP) প্রার্থীদের ডাকা হচ্ছে না নমিনেশন জমা দেওয়ার জন্য। বিজেপির অভিযোগ, একের পর এক তৃণমূল(TMC) প্রার্থীরা এসে নমিনেশন জমা করে চলে যাচ্ছেন। এই বিষয়ে বিধাননগর প্রশাসনিক ভবনে বিক্ষোভ দেখান বিজেপির(BJP) প্রার্থীরা। যদিও এই বিষয়ে প্রশাসন মুখে কুলুপ এঁটেছে।
উল্লেখ্য, আজ সোমবার, চার পুরসভা নির্বাচনের(Municipal Election) জন্য মনোনয়নপত্র জমা বা তোলার শেষ দিন। শিলিগুড়ি(Siliguri), আসানসোল(Asansol), বিধাননগর(Bidhan Nagar) এবং চন্দননগর(Chandannagar) পুরনিগমের ভোট হওয়ার কথা আগামী ২২ জানুয়ারি।
আরও পড়ুন- Dilip Ghosh: 'রাজ্য সরকার চায় না পুরসভার ভোট হোক', করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারকে দুষলেন দিলীপ ঘোষ
সকাল থেকেই বিভিন্ন এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার করতে দেখা গেল। নির্বাচন কমিশন সূত্রে খবর, তৃণমূল(TMC), বাম(Left), বিজেপি(BJP), কংগ্রেসের(Congress) বেশিরভাগ প্রার্থীরাই সোমবার থেকেই প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন। তবে রাজ্যে করোনার(Covid) বাড়বাড়ন্তেও প্রার্থী বা কর্মী-সমর্থকদের মুখে দেখা যায়নি মাস্ক। কোভিডবিধি শিকেয় তুলেই চলছে প্রচার।