নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তে নেমে শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছে ইডি। রবিবার ৩৭ ঘণ্টা তল্লাশি চালানোর পর বাড়ি থেকে গ্রেফতার হন অয়ন। অভিযোগ তাঁর কাছে থেকে চাকরির পরীক্ষার একাধিক ওএমআর শিটও উদ্ধার হয়েছে। তার সঙ্গে বেশ কিছু অ্যাডমিট কার্ডও পেয়েছেন তদন্তকারীদের। তাঁর কাছে ৫০ কোটির বেশি মূল্যের ব্যাংক লেনদেনের নথি মিলেছে।
শোনা যাচ্ছে , যে বিলাসবহুল গাড়ি চড়ে ঘুরে বেড়াতেন অয়ন সেটি তাঁর নয়। জানা যায়, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটের পরে ওই গাড়িটি কেনা হয় শান্তনু ঘনিষ্ঠ নিলয় মালিকের নামে। নিলয়ের দাবি গাড়িটি হুগলি জেলা পরিষদে ভাড়া খাটানো হত, এবং সেই টাকা তুলে দেওয়া হয় শান্তনু বন্দ্যোপাধ্যায়কে।
West Bengal Weather Update : সোমবারও রাজ্যের ৯ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কবে কাটবে দুর্যোগ ?
ইডি সূত্রে খবর, অয়নের কাছ থেকে ওএমআর শিটের প্রতিলিপি পাওয়া গিয়েছে, সেগুলি পুরসভা সংক্রান্ত পরীক্ষার। ২০১২ ও ২০১৪ সালের চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড অয়নের বাড়িতে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। শান্তনু ঘনিষ্ঠ অয়নকে টাকা দিয়ে বহু অযোগ্য প্রার্থীদের।