রেণু খাতুনের কব্জি কাটার অভিযোগে গ্রেফতার আরও এক। শুক্রবার সালার স্টেশন থেকে চাঁদ মহম্মদ শেখকে পাকড়াও করে পুলিশ(Salar Police Sation)। পুলিশ সূত্রে খবর, রেণু খাতুনের স্বামী শের মহম্মদ ওরফে শরিফুলের মাসতুতো ভাই এই চাঁদ।
স্ত্রী চাকরি পেয়ে ছেড়ে যেতে পারেন, এই আশঙ্কায় তাঁর কব্জি কেটে নেওয়ার অভিযোগ ওঠে কেতুগ্রামে(Ketugram Crime News)। এর আগে রেণুর কব্জি কেটে দেওয়ার ঘটনায় পূর্ব বর্ধমান থেকে গ্রেফতার হন মূল অভিযুক্ত তথা তাঁর স্বামী শরিফুল। গত মঙ্গলবার তাঁকে পূর্ব বর্ধমান-মুর্শিদাবাদ সীমানা থেকে গ্রেফতার করে কেতুগ্রাম থানার পুলিশ(Ketugram Police Station)। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, স্ত্রীকে আহত করার জন্য সুপারি দিয়েছিলেন স্বামী। এই ঘটনায় এর আগে মোট পাঁচ জনকে গ্রেফতার করে পুলিশ। এবার আরও এক অভিযুক্ত গ্রেফতার হলেন।
সরকারি চাকরি পাওয়ার আক্রোশে সোমবার ভোর রাতে ঘুমের মধ্যে দুই ভাড়াটে গুন্ডা নিয়ে তার উপর চড়াও হয় রেণুর(Renu Khatun News Update) স্বামী শের মহম্মদ ওরফে শরিফুল। গাছ কাটার কাঁচি দিয়ে রেণুর ডানহাত কেটে নেয়। তারপর থেকেই বেপাত্তা হয়ে যায় শরিফুল। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার শরিফুলের বাবা সিরাজ সেখ ও মা মেহেরনিকা বিবিকে গ্রেফতার করে পুলিশ। ওই রাতেই বর্ধমান-মুর্শিদাবাদ(East Burdwan Crime News) সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয় শরিফুলকে।