উত্তরবঙ্গে বর্ষা ঢুকেছে সময়ের আগেই। আর তার প্রভাবও পড়তে শুরু করেছে তিস্তায়। কয়েকদিনের প্রবল বৃষ্টিতে জল বেড়েছে তিস্তা নদীতে। এলাকাবাসীরা জানিয়েছেন, অনেক জায়গায় পাড় ভাঙতে শুরু করেছে। আতঙ্কে এলাকা ছাড়তে শুরু করেছেন অনেকেই।
কয়েকদিন ধরেই সিকিম, দার্জিলিং সহ উত্তর বঙ্গের একাধিক জায়গায় শুরু হয়েছে ভারী বৃষ্টি। তার জেরেই জল বাড়ছে তিস্তায়। জলের তোড়ে ভেঙেছে একাধিক রাস্তা। বিপদ এড়াতে বন্ধ করে দেওয়া হয়েছে দার্জিলিং থেকে তিস্তাবাজার যাওয়ার রাস্তা। প্রশাসনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।
কয়েকদিন ধরে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির জেরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি হবে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।