প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhanmatri Awas Yojona ) উপভোক্তার নাম বাছাইয়ের ক্ষেত্রে বদলে গেল নিয়ম । এবার থেকে আর পঞ্চায়েতের হাতে এই ক্ষমতা থাকছে না । আগেই, তালিকা থেকে অযোগ্যদের নাম ছেঁটে ফেলতে বলা হয়েছিল । এবার কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, সংশোধিত তালিকায় নতুন করে আর কারও নাম ঢোকাতে পারবে না পঞ্চায়েত । অর্থাৎ, পঞ্চায়েতের (Panchayet) হাত থেকে নাম ঢোকানোর ক্ষমতা কার্যত কেড়ে নেওয়া হল ।
কেন্দ্রের এই নতুন নিয়মের ফলে অনেক সমস্যা তৈরি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের একাংশ । বিভিন্ন পঞ্চায়েতের ক্ষেত্রে কমবেশি নানা সমস্যা হতে পারে । যাঁদের নাম উঠেছিল, অথচ নতুন ব্যবস্থায় তা ছাঁটাই হয়ে গিয়েছে, তাঁদের রোষের মুখেও পড়তে হতে পারে নির্বাচিত প্রতিনিধিদের । ইতিমধ্যেই কেন্দ্রের শর্তানুযায়ী, উপভোক্তার তালিকায় ঠাঁই পাওয়া বাসিন্দারা আদৌ উপযুক্ত কি না, তা যাচাই করতে হচ্ছে প্রশাসনকে । এর ফলে তালিকায় অন্তর্ভুক্ত অনেকের নাম বাদ যাচ্ছে । কেন্দ্রের নিয়ম মেনে যত নাম বাদ যাবে, সমানুপাতিক হারে বরাদ্দও কমবে রাজ্যের খাতে । পঞ্চায়েত ভোটের আগে তা রাজ্যের কাছে বড় অস্বস্তিকর বলে মনে করছেন পর্যবেক্ষকরা ।
আরও পড়ুন, Modi-Mamata Meeting: কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক, সাক্ষাৎ হতে পারে মোদী-মমতার
এর যেমন খারাপ দিক আছে, আবার ভাল দিকও রয়েছে বলে মনে করছেন অনেকে । প্রশাসনের কর্তাদের অনেকের মতে, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ন্যায্য উপভোক্তারা তাঁদের পাওনা থেকে বঞ্চিত হবেন না । পঞ্চায়েত ভোটের আগে সেই বিষয়টি তুলে ধরারও সুযোগ পাবে রাজ্য সরকার ।