প্যারামেডিক্যাল পড়ুয়াকে তাঁর মায়ের সামনে কুপিয়ে খুনের (Nadia Murder) অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বুধবার রাতে এই ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) নজিরপুরের মৃগী এলাকায়। অভিযোগ, পারিবারিক বিবাদের জেরেই এই খুন। মৃতের নাম হাসিবুর রহমান বিশ্বাস। বয়স কুড়ি বছর। পুলিশ ওই যুবকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত প্রতিবেশীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
জানা গিয়েছে, মৃত হাসিবুল কর্নাটকের একটি বেসরকারি প্যারামেডিক্যাল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। পরীক্ষা শেষ হওয়ায় বাড়িতেই ছিলেন ওই যুবক। জানা গিয়েছে, ব্যাবসার কাজে হাসিবুলের বাবা চাঁদ আলি ব্যবসার কাজে ওড়িশায় গিয়েছিলেন। বাড়িতে ছিলেন হাসিবুল এবং তাঁর মা। বুধবার রাত ১২টা নাগাদ প্রতিবেশী মহরম শেখ হাসিবুলকে হাসোয়া দিয়ে কুপিয়ে খুন করে।
আরও পড়ুন- ট্রেলারের জল মাপতে উঠে বলি, NJP-তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু এক সেনা জওয়ানের
দীর্ঘদিন ধরেই প্রতিবেশী মহরম শেখের সঙ্গে ওই পরবারের জমি নিয়ে বিবাদ। সালিশি সভা বসিয়েও সমাধান হয়নি। মৃত ওই ছাত্রের মা সারজিনার বিবির জানিয়েছেন, রবিবার রাতে ছেলের ঘর থেকে গোঙানির শব্দ আসছিল। ঘরে গিয়ে তিনি দেখেন মহরম হাসোয়া দিয়ে তাঁর ছেলেকে কোপাচ্ছে। রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর। অভিযুক্ত তাঁকেও মারধর করে। প্রতিবেশীরা ছুটে এলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।