পার্শ্ব শিক্ষকদের(Para Teachers) প্রাথমিকে নিয়োগ করা যাবে না। মঙ্গলবার এই মর্মে নির্দেশ জারি কলকাতা হাইকোর্টের(Calcutta High Court on Primary)। তবে বাকি প্রক্রিয়া যাতে স্বাভাবিকভাবেই চলে তাও এদিন জানায় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। গত বছর প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ(West Bengal Primary Education Council)। সেখানে পার্শ্বশিক্ষকদের মধ্যে থেকে ১০ শতাংশ শিক্ষককে প্রাথমিকে নিয়োগের কথাও জানানো হয়।
পর্ষদের এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন আপার প্রাইমারির পার্শ্ব শিক্ষকরা(Upper Primary Para Teachers)। প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পার্শ্ব শিক্ষকরা সুযোগ পেলে, তাঁদেরও সুযোগ দিতে হবে, এই দাবিতে মামলা হয় আদালতে(Calcutta High Court on Primary)।
আরও পড়ুন- Nabanna: শিল্পে বিনিয়োগই লক্ষ্য, ইন্ডাস্ট্রিয়াল পার্কে জমির দাম কমাতে চলেছে রাজ্য সরকার
উল্লেখ্য, গত বছরের ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Justice Abhijit Ganguly) নির্দেশ দেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপার প্রাইমারির প্যারাটিচারদের ১০ শতাংশকে সুযোগ দিতে হবে। এরপরই তাঁর ওই রায়কে চ্যালেঞ্জ করে ৫০ জন পার্শ্ব শিক্ষক হাইকোর্টের(Calcutta High Court) ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়।