হিংসা বিধ্বস্থ মণিপুর নিয়ে লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে কেন্দ্রের বিরোধী জোট মঞ্চ ইন্ডিয়া। চলতি মাসের ৮ অগাস্ট সেই অনাস্থা নিয়ে আলোচনা হবে। এবং ১০ অগাস্ট জবাবি ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গত মে মাসের ৩ তারিখ থেকে অশান্তি শুরু হয় মণিপুরে। একাধিক জায়গায় বিক্ষোভ প্রদর্শন ছাড়াও আগুন লাগিয়ে দেওয়া হয়। সেই ঘটনার পর সম্প্রতি মহিলাদের গণধর্ষণেরও অভিযোগ সামনে আসে। যদিও ওই ঘটনার প্রায় ৭৮ দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তীব্র নিন্দা করেন। তারপরেও মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেন বিরোধীরা। এই নিয়ে বিজেপি বিরোধী জোট লোকসভায় অনাস্থা প্রস্তাব এনেছে।
Read More- কেন্দ্রের দেওয়া CBI তদন্তে আপত্তি মণিপুরের ২ নির্যাতিতার, আলাদা কমিটি গঠনের প্রস্তাব
বর্তমানে লোকসভায় শাসকদল NDA-র হাতে রয়েছে ৩৩১ জন সাংসদ সাংসদ। এবং ইন্ডিয়ার সমর্থনে রয়েছে ১৪৪ জন। ফলে বিরোধীরা অনাস্থা আনলেও সেক্ষেত্রে শাসক দলের উপর কোনও আঁচই পড়বে না। তবে রাজনৈতিক মহলের মত, শুধুমাত্র প্রধানমন্ত্রীর মুখ খোলাতেই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে।