‘আবার প্রলয়’ ছবিতে তাঁর অভিনয় দেখে চমকে গিয়েছিলেন স্বয়ং শ্বাশত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। ছবিতে সেচ মন্ত্রী তথা নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের (Partha Bhowmick) একটি ডায়লগ ‘হ্যালো স্যর’ মুখে মুখে ঘুরেছিল সকলের। তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-ও। রবিবাসরীয় ব্রিগেডের মঞ্চে, সেই পার্থর কাঁধেই পড়ল আরও একটি গুরু দায়িত্ব। আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের ব্যারাকপুরের প্রার্থী পার্থ ভৌমিক।
‘আবার প্রলয়’ ছবিতে অভিনয়ের পর সেচ মন্ত্রীকে রাজনীতি ছেড়ে দিতে বলেছিলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। তবে এমন প্রতিভাবান অভিনেতার থেকে প্রশংসা পেলেও, পার্থ তখনই জানিয়েছিলেন রাজনীতি তাঁর কাছে নেশার মতো, তাই রাজনীতি তিনি ছাড়তে পারবেন না।
Rachana Banerjee: হুগলি যাওয়ার আগে বিধানসভায়, দলীয় বিধায়কদের সঙ্গে সময় কাটালেন রচনা
একেবারে কলেজজীবন থেকেই রাজনীতিকে ধ্যানজ্ঞান করেছিলেন পার্থ ভৌমিক , ২০১১ সালে বিধায়ক, ২০২২ সালে রাজ্যের সেচ মন্ত্রী হন তিনি। এবার সাংসদ হওয়ার লক্ষ্যে লড়বেন তিনি।