শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জড়িত থাকার যথেষ্ট সম্ভাবনা আছে, এই কথা এবার স্পষ্টভাবে জানাল আদালত। আর এই কারণেই মঙ্গলবার নগর দায়রা আদালতের বিচারক পার্থ'র জামিনের আবেদন খারিজ করে দেন। তিনি বলেন, যথেষ্ট প্রভাবশালী হওয়ার দরুণ পার্থ চট্টোপাধ্যায় যে মুক্তি পাওয়ার পরে তথ্য হেরফের করার চেষ্টা করবেন না, তার কোনও প্রমাণ নেই। নিয়োগ দুর্নীতিতে আর্থিক তছরুপের বিষয়টি নিয়ে মঙ্গলবার আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি'র করা মামলাটির শুনানি ছিল।
নগর দায়রা আদালতের বিচারক পার্থের জামিন খারিজ করে যে রায় দিয়েছেন, তাতে বলা হয়- ‘‘গত ছ’মাসে যা তথ্যপ্রমাণ হাতে এসেছে, তা থেকে এটা বিশ্বাস করতে কোনও অসুবিধা হয় না যে এই দুর্নীতি এবং আর্থিক তছরুপে পার্থ'র জড়িত থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারেও কোনও দ্বিমত নেই যে, তিনি এই দুর্নীতির সঙ্গে জড়িত অত্যন্ত প্রভাবশালীদের মধ্যে অন্যতম। তাঁর তদন্তকে প্রভাবিত করার সম্ভাবনা বা তথ্যপ্রমাণ হেরফের করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই তিনি যে জামিনের আবেদন করেছিলেন তা খারিজ করে দেওয়া হল।’’