অর্পিতার (Arpita Mukherjee)৩১ টি এলআইসি-র পলিসি-র নথিতেই নমিনি হিসেবে পাওয়া গেল পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম। দাবি ইডি (ED আধিকারিকদের)। ।
উল্লেখ্য, আদালতের নির্দেশে, শুক্রবার পর্যন্ত ফের ইডি হেফাজতে পার্থ-অর্পিতা। বুধবার জামিনের আবেদন করেননি অর্পিতার আইনজীবী।
বুধবার, পার্থ-অর্পিতার যৌথ মালিকানা 'অপা'য় তল্লাশি চালায় ইডি। তদন্তকারী সংস্থা সুত্রে খবর, দুজনের যৌথ মালিকানায় চারটি, এবং আলাদা করে অর্পিতার নামে আরও ৫ টি ফ্ল্যাটের নথি পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত।
Tempered Glass for Mobile Phones:টেম্পারড গ্লাস ব্যবহার করেন, কিন্তু এই বিষয়গুলি জানেন কি ?
আদালতে এদিন ইডি সওয়াল করে, প্রতিদিনই তদন্তে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসছে। দুজনেরই শেয়ারে সংস্থার হদিশ মিলেছে। অর্পিতা মুখোপাধ্যায় জেরায় সহযোগিতা করলেও পার্থ চট্টোপাধ্যায় তা করছেন না। ফলে তাদের আরও হেফাজতের প্রয়োজন বলে সওয়াল করা হয় ইডি-র তরফে।