একলাফে অনেকখানি বেতন (Salary Dropped) কমে যাবে জেলবন্দি তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। জানা গিয়েছে, অন্য বিধায়কদের তুলনায় মাসে প্রায় ৬০ হাজার টাকা বেতন কমবে প্রাক্তন শিল্পমন্ত্রীর।
বেতন বাবদ বিধায়করা পান মাসিক ২১,৮৭০ টাকা। এর সঙ্গে যুক্ত হয় বিভিন্ন কমিটির বৈঠকে যোগ দিয়ে পাওয়া ভাতা। বিধানসভায় মোট ৪১টি কমিটি রয়েছে। মাসে সর্বোচ্চ ৬০ হাজার টাকা ভাতা নিশ্চিত করতে বিধায়কদের অন্তত দু'টি কমিটিতে রাখা হয়।অর্থাৎ, সব মিলিয়ে একজন বিধায়ক হাতে পান ৮২ হাজার টাকা।
Subiresh Bhattacharya: পদ্ধতিগত ত্রুটি থাকতে পারে, সিবিআই জেরার মুখে সুর নরম সুবীরেশের
বিধানসভার সচিবালয় সূত্রে জামা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়কে কোনো কমিটিতে রাখার নির্দেশ আসেনি। বিধানসভার স্থায়ী সমিতির কমিটিতেও তিনি নেই৷ ফলে ভাতা বাবদ ৬০ হাজার টাকা তিনি পাবেন না। সন্তুষ্ট থাকতে হবে ২১ হাজার ৮৭০ টাকাতেই।
পার্থকে যাতে বিধানসভার কোনও কমিটিতে না রাখা হয়, সেই বিষয়ে তৃণমূলের পরিষদীয় দলের পক্ষ থেকে বিধানসভার সচিবালয়ের সঙ্গে কথা বলা হয়েছে। তৃণমূলের পরিষদীয় দলের এক সদস্যের কথায়, পার্থ কবে ছাড়া পাবেন তা অনিশ্চিত। বৈঠকে যোগ দেওয়াও তাঁর পক্ষে এখন অসম্ভব।