বীরভূমের (Birbhum) রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে গেলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) সহ জেলার শীর্ষ তৃণমূল (TMC) নেতারা। ওই গ্রামে যান বীরভূমের তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মন্ডল (Anubrata Mandal) এবং বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। নিহতদের পরিজনদের সঙ্গে কথা বলেন তাঁরা।
রামপুরহাট কাণ্ডে বিরোধীদের তীব্র আক্রমণ করেছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তিনি বলেন, "যাদের স্থিরতা নেই, তারা যে কোনো ইস্যুতে কথা বলে।
এমন একটা ঘটনা, যেখানে রাজ্যের মর্যাদাহানি ঘটে, সম্মানহানি ঘটে, তেমন ঘটনার পরিপ্রেক্ষিতে তো সরকার ইতিমধ্যেই বিধানসভায় বিবৃতি দিয়েছে। সরকার সিট গঠন করেছে।" বিজেপিকে কটাক্ষ করে তাঁর মন্তব্য, "এটা তো একটা খোকাবাবুর দল হয়ে দাঁড়িয়েছে।"
আরও পড়ুন: Rampurhat: রামপুরহাট কাণ্ডে মৃত ৮, দাবি ডিজি-র, সিট-এর নেতৃত্বে জ্ঞানবন্ত
পার্থ আরও বলেন, "আমি রাজ্যপালের বক্তব্যের প্রেক্ষিতে কোনো মন্তব্য করবো না। তিনি তো একটি রাজনৈতিক দলের সদস্যের মতো কথা বলেন। তিনি হাস্যকর কথা বলেন, ট্যুইট করেন। তিনি সবসময়ই কেন্দ্রের শাসককুলের হয়েই কথা বলেন।"
বিরোধীদের প্রসঙ্গে রাজ্যের শিল্পমন্ত্রীর কটাক্ষ, বিরোধী দলের নেতারা রামপুরহাটে যেতেই পারেন। কিন্তু ওখানকার প্রশাসন দেখবে এখন ওখানকার পরিস্থিতি কেমন আছে।" রামপুরহাট প্রসঙ্গে পার্থ বলেন, "এটা তো অবশ্যই রাজনৈতিক ষড়যন্ত্র।"