তিনি রাজ্যের মন্ত্রী ছিলেন। নিয়োগকর্তা নয়। আর তিনি কোনও রকম বেআইনি কাজকে সমর্থন করেননি কখনও করবেনও না। বৃহস্পতিবার বিশেষ সিবিআই আদালত চত্বরে এমনটাই জানালেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। জানিয়ে দিলেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর কোনও ভূমিকা নেই।
এই প্রথম নয়। গত ২ মার্চ আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে স্বশরীরে হাজিরা দিতে আসেন পার্থ চট্টোপাধ্যায়। সেদিনও তিনি জানিয়েছিলেন, স্কুল সার্ভিস কমিশন কিংবা প্রাথমিক শিক্ষা পর্ষদ— সবই স্বশাসিত সংস্থা। এদের নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে মন্ত্রীর হাতে কোনও ক্ষমতা নেই। বৃহস্পতিবার আরও একবার সেই কথাই শোনা গেল পার্থ চট্টোপাধ্যায়ের মুখে।