বুধবার সকাল থেকে দিঘা-শঙ্করপুর-তাজপুরে ব্যাপক জলোচ্ছ্বাস। পূর্ণিমার ভরা কোটালের টানে এই প্রবল জলোচ্ছ্বাস । দিঘাতে গার্ডওয়াল টপকে জল মেরিন ড্রাইভে ঢোকায় সৈকত সংলগ্ন দোকানপাটে জল ঢুকছে। স্রোতের প্রবল টান থাকায় জল সৈকত ছাড়িয়ে অনেকটা দূর পর্যন্ত চলে গেছে। প্রায় ১০ থেকে ১৫ ফিট উচ্চতার ঢেউ গার্ডওয়াল টপকে দিঘায় ঢুকে পড়ায় এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।। রাস্তার উপরেই রীতিমতো জলের স্রোতে স্থানীয় বাসিন্দা থেকে দোকানদারদের তথৈবচ অবস্থা।
তবে ভরা কোটালের এই দৃশ্য উপভোগ করতে সকাল থেকেই দিঘা-শঙ্করপুর-তাজপুরের বিভিন্ন সৈকতে ভিড় জমান পর্যটকরা। রাজ্যে দ্রুত বাড়ছে করোনার গ্রাফ। কিন্তু তাতে ভ্রুক্ষেপ নেই একশ্রেণির মানুষের। এর মধ্যেই দিঘা-তাজপুরের মতো এলাকায় ভিড় জমিয়েছেন পর্যটকরা।
অন্যদিকে, এই ব্যাপক জলোচ্ছ্বাসে ক্ষতির সম্মুখীন হয়েছেন স্থানীয় বাসিন্দারা। শ্যামপুর-তাজপুর-শংকরপুরের বিস্তীর্ণ গ্রাম্য এলাকায় জল ঢুকেছে চাষের জমিতে। এছাড়া স্থানীয় দোকানপাট-হোটেল-ছোট ছোট স্টলগুলি জলমগ্ন হয়ে পড়ায় ব্যবসায় লোকসান হওয়ার সম্ভাবনা বাড়ছে।