ভিড় নেই ন্যায্য মূল্যের ওষুধের দোকানে। রাজ্যের বিভিন্ন জেলার হাসপাতালগুলিতে কমবেশি ছবিটা এক। দুঃস্থ রোগীদের পরিবারের সাহায্যার্থে এই ন্যায্য মূল্যের ওষুধের দোকান চালু করে নবান্ন। বর্তমানে রাজ্যের প্রায় ১১৮টি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে গড়ে ৬৭ শতাংশ অবধি ছাড় পাওয়া যায়। এই দোকানগুলোয় মোট ১৪২ ধরনের ওষুধ মেলে বলেও খবর। কিন্তু বিভিন্ন সময় এই ওষুধের গুণগত মান নিয়ে একাধিক অভিযোগ উঠেছে রাজ্য সরকারের অন্দরে। অভিযোগ করেছেন রোগীর আত্মীয়রাও। এমনকি, এই দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগও উঠেছে। এছাড়া চিকিৎসকদের দেওয়া অধিকাংশ ওষুধ ওই দোকানে মেলে না বলেও অভিযোগ।
এই সমস্ত কারণের জেরেই বিগত বেশ কয়েক বছর ধরেই বিক্রি কমছিল রাজ্যজুড়ে। করোনার আগেও এই দোকানগুলিতে ওষুধ-চিকিৎসার সামগ্রী মিলিয়ে প্রতিদিন গড়ে ১০-১৫ হাজার টাকার জিনিস বিক্রি হত। কিন্তু করোনা অতিমারির পর থেকে সেই বিক্রি কার্যত তলানিতে পৌঁছেছে।
আরও পড়ুন- Swastika Mukherjee: ছবি বিকৃত করার হুমকি, স্বস্তিকা মুখোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ প্রযোজকের বিরুদ্ধে