Birbhum Durga Puja: ৭৮-এর বন্যায় ভেসে গিয়েছিল মন্দির, তাতেও ছেদ পড়েনি বীরভূমের এই শতাব্দী প্রাচীন পুজোয়

Updated : Sep 25, 2022 19:14
|
Editorji News Desk

বীরভূমের এই পুজোর বয়স প্রায় ৫০০ বছর। বীরভূমের ঐতিহ্যশালী দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম লোকপুর থানার সগড়ভাঙা গ্রামের এই পুজো। এই পুজো এটাই প্রাচীন যে, পুজোর প্রচলনের ইতিহাস আর এখন কারও মনে নেই। তবে এখনও রীতিমতো ভক্তিভরে পুজোর আয়োজন করেন ধাওড়ে পরিবারের সদস্যরা। 

পরিবারের এক সদস্যের কথায়, ১৯৭৮ সালের হিংলো নদীর জলে ভেসে যায় গ্রাম। গ্রামের মানুষ প্রাণ বাঁচাতে উঠে যান উঁচুস্থানে। জলের তোড়ে মন্দির ভাঙলেও পুজো বন্ধ হয়নি। তারপর থেকে চালা ঘরেই পুজো হত দেবীর। পরবর্তীকালে স্থানীয় বাসিন্দারা এবং ধাওড়ে পরিবারের সদস্যরা যৌথভাবে এক নতুন মন্দির প্রতিষ্ঠা করেন। বর্তমানে সেই মন্দিরে পুজিত হন দেবী। 

আরও পড়ুন- Durga Puja 2022 : দুর্গাপুজোর আগে বৃষ্টির অভাবে পদ্মের আকাল, মাথায় হাত হাওড়ার পদ্মচাষীদের 

পুজোর এই পাঁচদিন উৎসবে মেতে থাকেন গ্রামবাসীরা। মায়ের টানে দূর দুরান্ত থেকে ছুটে আসেন বহু মানুষ। কেউ দন্ডি কাটেন, কেউ বা চারদিন মন্দিরে বসে প্রার্থনা করেন। পুজো চারদিন সমস্ত আচার মেনেই মায়ের পুজো হলেও নবমীর দিন মন্দিরে ছাগ বলি হয়। ধাওড়ে পরিবারের দাবি, প্রতি বছর প্রায় ১০০টি করে ছাগ বলি হয় মায়ের নামে। পাশাপাশি, ওই পরিবারে এখনও পর্যন্ত মুরগির মাংসের চল নেই। এই রীতি বংশপরম্পরায় চলে আসছে বলেই দাবি।

তবে বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে ওই পরিবারের পক্ষে পুজোর খরচ যোগাতে না পারায় গ্রামের মানুষকে নিয়ে একটি ট্রাস্ট গঠন করা হয়। বর্তমানে এই ট্রাস্টের তত্বাবধানে পুজো পরিচালিত হয়ে আসছে। 

Durga Puja 2022durga puja historyDurga PujaDurga Puja storyBirbhum district

Recommended For You

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের

editorji | লোকাল

Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু

editorji | লোকাল

Howrah Police : রাতে মধ্য হাওড়ায় গাড়ির মধ্যে গুলি, গুলিবিদ্ধ পুলিশ অফিসার, আটক এক মহিলা