পিংলার প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের চেষ্টা (Pingla Attempt To Rape), মারধর ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য (Panchayet Member)। প্রাথমিক বয়ান পাল্টে পরিবার লিখিত অভিযোগে জানিয়েছে, ধর্ষণের চেষ্টা করা হয়েছে। কেন এই বয়ান পাল্টানো হল, তা জানা যায়নি। এই নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।
বুধবার ধৃত অভিজিৎ মণ্ডলকে মেদিনীপুর আদালতে (CJM Court Midnapore) তোলা হয়। পুলিশ সূত্রে খবর, মহিলার গোপন জবানবন্দী নেবে আদালত। পিংলা থানার পুলিশ ধৃতকে সাতদিনের জেল হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫১১, ৩৫৪বি, ৩২৩,৩২৪ ও ৫০৬ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: টানা ২১ ঘন্টা জেরায় ভেঙে পড়লেন তৃণমূল নেতা,তপন কান্দু খুনে সিবিআইয়ের প্রথম গ্রেফতার
গত সোমবার পিংলা থানার কালুখারা গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য অভিজিৎ মণ্ডল এক প্রতিবন্ধী মহিলাকে অপহরণ করে বলে অভিযোগ। পরিবারের দাবি, দিদির বাড়ি গিয়েছিলেন নির্যাতিতা। রাতে পুকুরঘাটে বাসন ধুতে যাওয়ার সময় তাঁকে অপহরণ করে অভিজিৎ। তারপর তাঁকে মারধর ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। প্রাথমিক বয়ানে বলা হয় প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণ করা হয়েছে। পরে লিখিত অভিযোগে বয়ান পাল্টে বলা হয় ধর্ষণের চেষ্টা করা হয়েছে। তবে এই বয়ান পাল্টানোর কারণ জানা যায়নি। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস জানান, এটা সত্যি নিন্দনীয় ঘটনা। ওদিকে তৃণমূলের ব্লক সভাপতি শেখ সবরতি জানান, আইন আইনের পথে চলবে। পুলিশ তদন্ত শুরু করেছে। নির্যাতিতার মায়ের অভিযোগ, তাঁদের মেয়েকে মারধর ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে।