শুক্রবার ভার্চুয়ালি 'বন্দে ভারত' এক্সপ্রেসের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সবুজ পতাকা নেড়ে হাওড়া-নিউ জলপাইগুড়ি 'বন্দে ভারত' এক্সপ্রেসের যাত্রা শুরু করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পরেই সবুজ পতাকা নেড়ে বাংলার প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
রাজ্যের সর্বোচ্চ গতির এই ট্রেন এবার হাওড়া থেকে যাবে নিউ জলপাইগুড়ি স্টেশন(New Jalpaiguri Station)। শুক্রবার হাওড়া থেকে মোট ১৭ টি স্টেশন পেরিয়ে বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি(Howrah-NJP Vande Bharat Express) স্টেশনে পৌঁছাবে রাত ৯টা ২০ মিনিটে। বন্দে ভারতের সূচনা পর্বকে স্মরণীয় করে রাখতে প্রতিটি স্টেশনেই বিশেষ ব্যবস্থা রাখছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি রাজ্য বিজেপির(BJP West Bengal) তরফ থেকেও প্রতিটি স্টেশনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও খবর।