লোকসভা নির্বাচনের দিনঘোষণার পর প্রথম কোচবিহারে জনসভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই সভায় নরেন্দ্র মোদী জানিয়েছেন, হেলিকপ্টারে আসার সময় রাস্তায় মানুষের ঢল দেখেছেন। প্রধানমন্ত্রী বলেন, "আমি হেলিকপ্টারে যখন এখানে আসছিলাম, তখন রাস্তায় অনেক মানুষের ভিড় দেখেছি। যেন মনে হচ্ছিল, রোড শো হচ্ছে।"
হেলিকপ্টার থেকে নেমে জনসভার উদ্দেশে আসার সময় প্রধানমন্ত্রীকে দেখতে ভিড় করেন সাধারণ মানুষ। জনসভায় ওই প্রসঙ্গে নিয়েই বলতে গিয়েই মুখ ফসকে একথা বলে ফেলেন নরেন্দ্র মোদী।
আরও পড়ুন: শুধু বাংলা নয় দেশেও শক্তি বৃদ্ধিই লক্ষ্য, ভিন রাজ্যেও ঘাসফুল শিবিরের প্রচারে যাবেন মমতা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "বাংলার উন্নয়নের জন্য বিজেপির শক্তি বৃদ্ধি করা খুবই প্রয়োজন। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে একমাত্র বিজেপি।"