TET Protest Police Action: মধ্যরাতে তুলকালাম সল্টলেকে, চ্যাংদেলা করে চাকরিপ্রার্থীদের সরাল পুলিশ

Updated : Oct 28, 2022 06:41
|
Editorji News Desk

বলপ্রয়োগ করে সল্টলেক করুণাময়ী এলাকা থেকে টেট (TET) উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের সরিয়ে দিল পুলিশ। মাঝরাতে রীতিমতো চ্যাংদোলা করে আন্দোলনকারীদের সরানো হল। পুলিশের এমন আচরণের প্রতিবাদে সরব হয়েছেন বিরোধী বাম এবং বিজেপি নেতারা। 

সন্ধের পর থেকে পারদ চড়ছিল সল্টলেকে। মোতায়েন হয়েছিল বিরাট পুলিশবাহিনী। প্রতি ৫ মিনিট অন্তর মাইকিং করে উঠে যেতে বলা হচ্ছিল আন্দোলনকারীদের৷ পাল্টা স্লোগান দিচ্ছিলেন আন্দোলনকারীরা। অনশনরত চাকরিপ্রার্থীদের ঘিরে বসে ছিলেন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়, বিজেপি নেতা সজল ঘোষ সহ বিরোধী নেতৃত্ব।

রাত ১২টা পর্যন্ত বলপ্রয়োগ করেনি পুলিশ। সাড়ে ১২টার পর দ্রুত উত্তেজনা তুঙ্গে ওঠে। মাত্র মিনিট কুড়ির মধ্যে টেনে হিঁচড়ে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়। রাত১২টা ১৬ মিনিটে চাকরিপ্রার্থীদের অনশন মঞ্চটিকে বেআইনি ঘোষণা করা হয় পুলিশের পক্ষ থেকে। এরপর ১২টা ৩৬ মিনিট নাগাদ পুরো ফাঁকা করে দেওয়া হয় গোটা এলাকা। ফ্লেক্স, পোস্টার সরিয়ে দেওয়া হয়। মিনিট কুড়ির পুলিশি হস্তক্ষেপে শেষ হয়ে যায় ৮৪ ঘণ্টার আন্দোলন। তার আগে আন্দোলনকারীদের সঙ্গে ব্যপক ধস্তাধস্তি হয় পুলিশের। বহুজনকে আটক করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেছে বিরোধীরা৷ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটে তোপ দেগেছেন। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় রাজ্যজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছেন। আজ, শুক্রবার বেলা ১২টায় করুণাময়ীতেই প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে এসএফআই এবং ডিওয়াইএফআই।

TET Candidates Exam ScamTET agitationTMC

Recommended For You

editorji | লোকাল

HS Exam 2025 : মেদিনীপুর, কোচবিহারে উত্তেজনা, ছাত্র ধর্মঘটের মধ্যেই রাজ্যে উচ্চ-মাধ্যমিকের পরীক্ষা

editorji | লোকাল

Panagarh Accident Case : ‘পালিয়ে ছিলাম ভয় পেয়ে’, পানাগড়ের ঘটনায় দাবি ধৃত বাবলুর

editorji | লোকাল

Panagragh Accident : সুতন্দ্রার মৃত্যুতে অধরা দুষ্কৃতীরা, পানাগড়ের ঘটনায় পুলিশের তত্ত্ব খারিজ পরিবারের

editorji | লোকাল

Panagragh Accident : রাতের রাস্তায় ফের ‘দুঃশাসন’, পানাগড়ে তরুণীকে উত্যক্ত করে ধাওয়া, গাড়ি উল্টে মৃত্যু

editorji | লোকাল

Howrah Police : রাতে মধ্য হাওড়ায় গাড়ির মধ্যে গুলি, গুলিবিদ্ধ পুলিশ অফিসার, আটক এক মহিলা