পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ। সকাল ১০টায় জেরা শুরু হয়। দিনভর শুভেন্দু অধিকারীর ভাই সৌমন্দু অধিকাঅরীর জেরা চলবে বলে খবর। থানার বাইরে সৌমেন্দুর আইনজীবী অনির্বাণ চক্রবর্তীর অভিযোগ, আদালতের নির্দেশ মানছে না পুলিশ। দুঘণ্টার বেশি সৌমেন্দুকে জেরা করা যাবে না। এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
শুক্রবার সকালে কাঁথি থানায় যান সৌমেন্দু। পথবাতি মামলায় সৌমেন্দুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরই মধ্যে সারদার নথি উধাও সংক্রান্ত অভিযোগও আছে। পুরসভার ত্রিপল দুর্নীতি, শ্মশান দুর্নীতির অভিযোগও আছে। তবে সৌমেন্দুর আইনজীবীর দাবি, পথবাতি দুর্নীতি নিয়েই জেরা করা হচ্ছে তাঁকে।
শুক্রবার সকালে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের নিয়ে কাঁথি থানায় যান সৌমেন্দু। কাঁথি পুরসভার পথবাতি লাগানোকে কেন্দ্র করে বিপুল দুর্নীতির অভিযোগ ওঠে সৌমেন্দু অধিকারীর নামে। পুলিশ এই নিয়ে তদন্ত শুরু করার পর হাই কোর্টের দ্বারস্থ হন সৌমেন্দু। হাই কোর্ট নির্দেশ দেয়, ২ ঘণ্টার বেশি জেরা করা যাবে না তাঁকে। তবে তাঁকেও তদন্তে সহযোগিতা করতে হবে।