ওয়াটগঞ্জে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হওয়া মহিলার মৃতদেহ ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মহিলার মাথা আলাদা করে পলিথিনে রাখা ছিল। মাথায় ছিল সিঁদুর এবং কপালে ছিল টিপ। এর থেকে পুলিশের ধারণা, ওই মহিলা বিবাহিত ছিলেন।
Read More- মহিলার টুকরো টুকরো দেহ উদ্ধার! চাঞ্চল্য ওয়াটগঞ্জে
এদিকে মহিলার দেহ খন্ড খন্ড করে পলিথিনের ভিতর রাখা ছিল। বুকের অংশ উদ্ধার করা গেলেও তাঁর পেটের অংশ এবং পায়ের পাতা পাওয়া যায়নি। পলিথিনের ভিতর থেকে একটি ইটও উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃতার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর। পলিথিনে মুড়িয়ে নদীতে ফেলে দেওযার পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। শরীরে কোনও পোশাক ছিল না।
ওই এলাকার CCTV ক্যামেরার ফুটেজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ। ডগ স্কয়্যাডও ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।