সারদা-কাণ্ডে (Sarada Case) সুদীপ্ত সেনকে (Sudipta Sen) প্রেসিডেন্সি জেলে গিয়ে জেরা করল কাঁথি থানার পুলিশ। রবিবার বেলা ১১টা নাগাদ আলিপুর প্রেসিডেন্সি জেলে যায় কাঁথি থানার পুলিশের একটি দল। তাঁরা দীর্ঘক্ষণ জেরা করেন প্রাক্তন সারদা কর্তাকে।
সূত্রের খবর, সারদা কর্তার সম্প্রতি করা কয়েকটি অভিযোগ খতিয়ে দেখতেই তাঁরা প্রেসিডেন্সি জেলে যান। কাঁথি থানার আইসি-সহ পাঁচ সদস্যের একটি পুলিশের দল সুদীপ্ত সেনকে জেরা করে কাঁথি পুরসভায় তাঁর বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে একাধিক বিষয়ে জানতে চান।
ITR:আজই শেষ হচ্ছে সময়সীমা, আয়কর রিটার্ন জমা না দিলে কত টাকা লেট ফি গুণতে হবে জানেন?
জিজ্ঞাসাবাদের পর কাঁথি থানার আইসি বলেন, ‘‘সুদীপ্ত সেন আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আমরা ওঁর থেকে অনেক কিছু জানতেও পেরেছি। যে সময়ের ফাইল লোপাটের কথা বলা হয়েছে, সে সময় বড় অঙ্কের টাকা লেনদেন হয়েছিল বলে অভিযোগ পেয়েছি। তদন্ত যে রকম এগোবে, আপনাদের জানাতে থাকব।’’
সম্প্রতি কাঁথি পুরসভার চেয়ারম্যান অভিযোগ তোলেন, সারদা সংক্রান্ত ফাইল কাঁথি পুরসভা থেকে ‘উধাও’ হয়ে গিয়েছে। পাশাপাশি, প্রাক্তন সারদা কর্তা যে অভিযোগ করেছেন, সেই ঘটনার সূত্র পেতেই রবিবারের জেরা বলে মনে করা হচ্ছে। প্রায় তিন ঘণ্টা কুড়ি মিনিট ধরে সুদীপ্ত সেনকে জেরা করে কাঁথি থানার পুলিশ।
গত ২৪ জুন সুদীপ্ত সেনের একটি ভিডিও প্রকাশ করে তৃণমূল (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই সাপেক্ষ।)। সেখানে সুদীপ্তকে বলতে শোনা যায়, শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেল করত এবং শুভেন্দুকে তিনি টাকা দিয়েছিলেন। কাঁথিতে সারদা আবাসন প্রকল্পে জন্য নাকি শুভেন্দু কয়েক কোটি টাকা সুদীপ্ত সেনের কাছ থেকে নিয়েছিলেন বলে অভিযোগ।