হাওড়া স্টেশন থেকে ভিক্টোরিয়া। ফের, ভিক্টোরিয়া থেকে হাওড়া স্টেশন। খরচ পড়ল সাড়ে সাতশো টাকা! লি রোডের গয়না ব্যবসায়ী শান্তিলাল বৈদ হত্যাকাণ্ডের (Lee Road murder) মূল অভিযুক্ত ট্যাক্সিচালককে এত টাকাই দিয়েছিলেন ঘটনার দিন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত ৯টা ৫০ মিনিটে হাওড়া ব্রিজ থেকে ট্যাক্সিতে উঠে মূল অভিযুক্ত ট্যাক্সিচালককে জানান, তাঁর দাদা একটি ব্যাগ নিয়ে এক্সাইড মোড়ে (Exide more) আসছেন, ব্যাগটি নিতে সেখানে পৌঁছতে হবে তাঁকে। তারপর ফিরতে হবে হাওড়া স্টেশন (Howrah station)। ১০টা ৪০-এ তাঁর ট্রেন। তাই ট্যাক্সিচালককে বার বার ট্যাক্সির গতি বাড়ানোর জন্য তাড়া দিচ্ছিলেন অভিযুক্ত যুবক।
আরও পড়ুন: বসন্তের শুরুতেই রাজ্যে ফের বৃষ্টির ভ্রুকুটি, পূর্বাভাস হাওয়া অফিসের
এক্সাইডের কাছে এসে অভিযুক্ত যুবক চালককে বলেন, তাঁর দাদা অপেক্ষা করছে ভিক্টোরিয়ার সামনে। তাঁকে যেতে হবে সেখানেই।ভিক্টোরিয়ার (Victoria Memorial) দক্ষিণ দিকের গেটের কাছে গাড়ি থেকে না নেমেই বৈদ পরিবারের কাছ থেকে ২৫ লক্ষ টাকা ভরা ব্যাগ ট্যাক্সিতে তুলে নেন অভিযুক্ত। এ বার সেই ট্যাক্সিচালককেই হাওড়া স্টেশন (Howrah station) ফিরতে বলেন তিনি।
উল্লেখ্য, সোমবার রাতে ভবানীপুরের এক অতিথিশালা থেকে উদ্ধার করা হয় শান্তিলাল বৈদের দেহ (Lee Road murder)। ওই দিন সন্ধেয় নিজের বাড়ি থেকে পান খেতে বেরিয়েছিলেন শান্তিলাল। সন্ধেতেই বাড়িতে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন আসে।